ক্যাকটাসের কান্না
তোকে জাপটে ধরব বলে
বাসস্ট্যান্ড, জমা জল পেরিয়ে
আলগোছে গিলেছি রবীন্দ্রসংগীত।
লেবু চা, লেড়ি বিস্কুট, সব্জির গাড়ি হাঁক দিয়েছে!
তোর সানগ্লাসে রামধনু মেখেছি!
গুঁড়ো হওয়া কাঁচের ইতিহাস জমিয়েছে বাইপাসের ঝড়ো হাওয়া!
অনামি পিলার গুলো হাত বাড়ায়,পুষে রাখে ব্যর্থতা।
চারমাথার মোড়ে সাগরে দিয়েছি ডুব,তোকে নিয়ে।
বালি মাখে তোর নাভি, আমার চঞ্চল ছাতি!
ভিজে যায় জামা-প্যান্ট,লন্ডভন্ড সকাল।
কীটপতঙ্গগুলো ধর্ণা দেয়,
আমার কানের লতি জুড়ে!
মাথায় বাসা বাঁঁধে তেলচিটে উকুন।
থোকা থোকা জংলিফুলগুলো সব,
কুয়াশায় ভিজে নিঃশ্বাস নেয়,
তোর গোলাপী ঠোঁটে।
পাহাড়ী খাদের গভীরে নর্দমা শাসন করে;
ভীড় বাসে চেপ্টে ঝোলে চ্যাটচ্যাটে চেতনা!
বগলগুলো থেকে নেমে আসে ক্যাকটাসের কান্না।
জানি তুই কর্পোরেট প্রাণী!
শশা-টমেটোর প্লেটে গুছিয়ে রাখিস
আবেগ, যৌনতা!
জ্যাম -জঞ্জাটে মুখোমুখি হই আমরা,
চেটে খাই তোর শরীরের রস!
পাশ ফিরিয়ে চলে যায় তোর শহর।
তবুও জমাজলে ঠোঙা আর বার্গার একসাথে ভাসে।
চল রাত হল;
আমি ছিলিমে আগুন দিই,তুই বরং
পাবে ঘাম ঝরা!
No comments:
Post a Comment