ছড়া
লেঠো মুটে সবাই মিলে
করছে যে হই হই
শ্লোগানে মাতম করে
সোনার হরিন কই।
নেতা এখন সিংহাসনে
কোথায় পাবি তারে
পুলিশ এসে পাকড় করে
সবাই যারে ফিরে।
এমন দেশের এমন নেতা
কথা বলেই শেষ
কেউ রাখে না খোঁজ যে তারে
পালটে গেলে দেশ।
তবুও যে ভাই
কমতি যে নাই
চাটুকারীর দল
টু পাইস যে করছে কামাই
কতই যে কৌশল
জনগণের ভাত জোটে না
নেতার মাতামাতি
নিজের পকেট করছে ভারী
অন্যের পকেট কাটি।
এমন দেশ আর এমন নেতা
ধুত্তুরি ভাই ছাড়ো
নিজের হাতে নিজেই এবার
নিজের ভাগ্য গড়ো।
No comments:
Post a Comment