Saturday, August 11, 2018

শরীফ এম আফজাল হোসেন

ছড়া

লেঠো মুটে সবাই মিলে
করছে যে হই হই
শ্লোগানে মাতম করে
সোনার হরিন কই।
নেতা এখন সিংহাসনে
কোথায় পাবি তারে
পুলিশ এসে পাকড় করে
সবাই যারে ফিরে।
এমন দেশের এমন নেতা
কথা বলেই শেষ
কেউ রাখে না খোঁজ যে তারে
পালটে গেলে দেশ।
তবুও যে ভাই
কমতি যে নাই
চাটুকারীর দল
টু পাইস যে করছে কামাই
কতই যে কৌশল
জনগণের ভাত জোটে না
নেতার মাতামাতি
নিজের পকেট করছে ভারী
অন্যের পকেট কাটি।
এমন দেশ আর এমন নেতা
ধুত্তুরি ভাই ছাড়ো
নিজের হাতে নিজেই এবার
নিজের ভাগ্য গড়ো।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...