মহাজাগতিক
আরো গভীর ঘুম নেমে আসুক দুচোখে ।
যে ঘুমের সন্ধান পায় নি
মহাকাব্যের কোনো অপরাজেয় চরিত্র ,
সমুদ্রের নির্জন গভীরে যে ঘুম ছুঁয়ে দিয়েছে কেবলই প্রবাল দ্বীপকে...
সেই ঘুম চাই ।
প্রতিটা বুকের ভিতরেই আসলে
অন্তত একটা করে ব্ল্যাকহোল থাকে ।
প্রতিফলিত আলোর সুতীব্র বিচ্ছুরণে
যেখানে সব রঙ মিলেমিশে
ঘোর কালো হয়ে যায় ।
না হয় একবার সাহস করে ছুঁয়ে দেখি , তার চেয়েও গাঢ় কোনো কালো'কে ।
শুধু ঘুমোবার আগে , ধূসর গোধূলি যেন
একটি চুম্বন রেখে যায় আমার ঠোঁটে ।
জন্মান্তরের ঠিকানাটুকু তার কাছেই চেয়ে নেবো আমি ।
No comments:
Post a Comment