শুধু তোমারি জন্য
সবুজ স্বপ্ন অনন্ত মাঝারি দিগন্ত বিস্তৃত মাঠে;
তোমারি স্পর্শকাতর তৃণে গড়াগড়ি ।
পদধ্বনির স্বপ্ন লালিত্য তাজা তৃণের স্পর্শে;
তোমারি আখির সেই আঁকাবাঁকা চাওনি।
কালো হরিণী নয়না চোখের চাহনির দৃষ্টি;
মোর চোখে দিয়ে যায় শুধু অজস্র স্বপ্নের সৃষ্টি ।
তোমারি মনোমুগ্ধকর স্নিগ্ধ মধুর হাসি;
আমায় নিয়ে দেয় সপ্ত সিন্ধু তের নদী পাড়ি ।
No comments:
Post a Comment