Wednesday, August 8, 2018

সুধীর দাস

শুধু তোমারি জন্য

সবুজ স্বপ্ন অনন্ত মাঝারি দিগন্ত বিস্তৃত মাঠে;
তোমারি স্পর্শকাতর তৃণে গড়াগড়ি ।
পদধ্বনির স্বপ্ন লালিত্য তাজা তৃণের স্পর্শে;
তোমারি আখির সেই আঁকাবাঁকা চাওনি।
কালো হরিণী নয়না চোখের চাহনির দৃষ্টি;
মোর চোখে দিয়ে যায় শুধু অজস্র স্বপ্নের সৃষ্টি ।
তোমারি মনোমুগ্ধকর স্নিগ্ধ মধুর হাসি;
আমায় নিয়ে দেয় সপ্ত সিন্ধু তের নদী পাড়ি ।                                               


    


No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...