Wednesday, August 8, 2018

সুধীর দাস

শুধু তোমারি জন্য

সবুজ স্বপ্ন অনন্ত মাঝারি দিগন্ত বিস্তৃত মাঠে;
তোমারি স্পর্শকাতর তৃণে গড়াগড়ি ।
পদধ্বনির স্বপ্ন লালিত্য তাজা তৃণের স্পর্শে;
তোমারি আখির সেই আঁকাবাঁকা চাওনি।
কালো হরিণী নয়না চোখের চাহনির দৃষ্টি;
মোর চোখে দিয়ে যায় শুধু অজস্র স্বপ্নের সৃষ্টি ।
তোমারি মনোমুগ্ধকর স্নিগ্ধ মধুর হাসি;
আমায় নিয়ে দেয় সপ্ত সিন্ধু তের নদী পাড়ি ।                                               


    


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...