Wednesday, August 8, 2018

জয়ন্ত শীল

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 

আমগেন্দা, 


এই নাও স্বাধীনতা

রাস্তার মোড়ে পাঁচ টাকা দরে বিক্রি হয়। 

দিনের শেষে ব্যস্ত শহর ক্লান্ত, স্তব্ধ 

আফিমের নেশায় বুঁদ হয়ে ঘুমিয়ে পরে। 

সাক্ষী হয়ে থাকে শুধু চাঁদ, রাস্তা,কয়েকটি কুকুর 

নিয়ন আলোয় ধর্ষিত হয় স্বপ্ন। 

মধ্যরাতে লাল নক্ষত্রের পাড়ে যখন বৃষ্টি শেষ হয় 

আকাশ থেকে গলে পড়ে উল্কা, ধূলো-ময়লা, কফ।

আমগেন্দা, 

এই নাও, ধরো। 

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা নিও। 
পুরনো কোনো শপথকে আবার 

নতুন করে নিও, 

হয়তো সেই রাতে চাঁদ নয় 

মেঘ চিরে নেমে আসবে সূর্যরশ্মি 

নতুন আঙ্গিকে, নতুন কোনো স্বাধীনতা দিবসে। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...