ভুলে গেছি সব
ভুলে গেছি সব,
কে কি বলেছিল, কে কথা দিয়েছিল।
যে বা আবার প্রতারনায় মুখ লুকিয়েছে আড়ালে।
সত্যি ভুলে গেছি, ভুলেই গেছি সব।
মনে আছে সেটুকু যেটুকু আচড় কেটেছিল এ বুকে
সেদিনের কথা গুলো।
হ্যা সেই ছেলেটিই আমি,...
যে বদলে গেছি অনেকখানি ছিন্নছেড়া পালের মত,
আজ সব ভুলে গেছি,ভুলে গেছি সব।
শুধু মনে আছে সেদিনের ব্যাথাগুলো।
আজ হঠাৎ করে নিঃস্তম্বনে,
বুকের আচড় গুলো দিয়ে রক্ত ঝরছিল।
সেই ভুলে যাওয়া কথা গুলো,
চোখের কোনায় জল নিয়ে আসল কিন্তু
আমি তো সব ভুলে গেছি।
কেনই বা তাহলে চোখের জল
সে কি কিছু খুজছিল নাকি এমনি অনড়গল।
না না, পিছন ফিরে তাকাবো না।
ভুলে গেছি সব, হ্যা আমি সত্যি ভুলে গেছি সব।
No comments:
Post a Comment