তর্জনীর উচ্চারণ
কালিক ইতিহাস বার বার ছুঁয়ে যায়
মানচিত্রের অলিগলি হৃদয়ের সানুদেশ
বর্ণমালার ঐতিহ্য লালিত স্বপ্নরা ঢেউতোলে
ঝিলমিল রশ্মি ছড়ায় অভিকর্ষ প্রক্রিয়ায়
মুক্তির আবেগে রূপান্তর প্রোটন
মৃত্যুঞ্জয়ী মুজিবের তর্জনীর উচ্চারণে
দেশময় স্ফুলিঙ্গ তোলে
উজ্জীবিত চেতনার অগ্নি শপথ
উদগীরণ করে টগবগে লাভা
বৈরী বাতাসে গর্জে ওঠে আত্মবিশ্বাস
জলন্ত বারুদে জীবন্ত আত্মাহুতি
পৃথিবীর বুকে জেগে ওঠে
প্রত্যয়ের দীপ্যমান ইতিহাস
আলোকোজ্জ্বল নুতন গ্রহ স্বাধীন স্বদেশ
নিউরণের কোষে কোষে অহমের অবভাসে
সাগ্নিক অঙ্গীকারের প্রিয় বাংলাদেশ
বাঙালী ছাড়া কে এমন পারে ?
কে পারে এমন আর ?
No comments:
Post a Comment