Saturday, August 11, 2018

সামসুন্নাহার ফারুক

তর্জনীর উচ্চারণ

কালিক ইতিহাস বার বার ছুঁয়ে যায়
মানচিত্রের অলিগলি হৃদয়ের সানুদেশ
বর্ণমালার ঐতিহ্য লালিত স্বপ্নরা ঢেউতোলে
ঝিলমিল রশ্মি ছড়ায় অভিকর্ষ প্রক্রিয়ায়
মুক্তির আবেগে রূপান্তর প্রোটন
মৃত্যুঞ্জয়ী মুজিবের তর্জনীর উচ্চারণে
দেশময় স্ফুলিঙ্গ তোলে
উজ্জীবিত চেতনার অগ্নি শপথ
উদগীরণ করে টগবগে লাভা
বৈরী বাতাসে গর্জে ওঠে আত্মবিশ্বাস
জলন্ত বারুদে জীবন্ত আত্মাহুতি
পৃথিবীর বুকে জেগে ওঠে
প্রত্যয়ের দীপ্যমান ইতিহাস
আলোকোজ্জ্বল নুতন গ্রহ স্বাধীন স্বদেশ
নিউরণের কোষে কোষে অহমের অবভাসে
সাগ্নিক অঙ্গীকারের প্রিয় বাংলাদেশ
বাঙালী ছাড়া কে এমন পারে ?
কে পারে এমন আর ?

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...