ভুলে যাও বৃথাই
দেখো আমি কোনো খেলনা নই
তুমি হাসতে বললে হাসবো কিংবা ভাসাতে চাইলেই ভাসবো,
যখন যেমনি ঠিক তখন তেমনি
এ যেন কোনো পুতুলখেলা!
শোনো আমি পুতুল নই
যেখানে খুলতে বললেই খুলবো কিংবা
বিনা দ্বিধায় আস্বস্ত করবো তোমার পৌরুষত্বের ভড়ং,
তেমন কোনো দায় নেই জেনো !
ভুলে যেও না রক্তেমাংসে গড়া আমিও এক
আজ যেখানে তোমার লোলুপ দৃষ্টি
এই এখান থেকেই একদিন তোমার উদ্ভব,
যে স্তনে মুখ গুঁজে প্রাণ পেয়েছ তুমি
সে তোমার সৃষ্টি - তোমার বৈভব !
জানি ---
তোমারও মন আছে প্রাণ কাঁদে আড়ালে,
তবে ভুলে যাও বৃথাই ...
ভালোবাসার ছলে কামুকতাই যেখানে শেষ কথা
সে-ই সেখান থেকেই শুরু গুরুদায়িত্ব জীবনের !
No comments:
Post a Comment