Wednesday, August 8, 2018

অনুপম রায়

  প্রিয়সী 

আগুন ঝড়ে দ্বিপ্রহরে
পোড়া মনই, জ্বলে মরে;
বিশুদ্ধতা শ্রী-নয়নে
প্রিয়সী রইলো মনন গোপনে।


উঠলো বেজে বিষের বাঁশী,
ভালোবাসি, ভাসিয়েই ভাসি!
প্রেম-শহরে  তিলোত্তমা
দৈনন্দিনের আবেগ জমা।।

রাঙিয়ে নাচে, নৃত্যপটীয়সী
দীর্ঘ অনুভূতি বানভাসী ;
সম্মুখে মূর্তিমান, সন্মান বাঁধে
বেঁচে থাকুক,বাঁচার আনন্দে ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...