Wednesday, August 8, 2018

অনুপম রায়

  প্রিয়সী 

আগুন ঝড়ে দ্বিপ্রহরে
পোড়া মনই, জ্বলে মরে;
বিশুদ্ধতা শ্রী-নয়নে
প্রিয়সী রইলো মনন গোপনে।


উঠলো বেজে বিষের বাঁশী,
ভালোবাসি, ভাসিয়েই ভাসি!
প্রেম-শহরে  তিলোত্তমা
দৈনন্দিনের আবেগ জমা।।

রাঙিয়ে নাচে, নৃত্যপটীয়সী
দীর্ঘ অনুভূতি বানভাসী ;
সম্মুখে মূর্তিমান, সন্মান বাঁধে
বেঁচে থাকুক,বাঁচার আনন্দে ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...