Friday, August 10, 2018

অশোকানন্দ রায়বর্ধন

চ   শ   মা

দুঃখকে মোছার জন্যে মায়াকথা সাজে রঙিন আলোয়
টুপ টুপ বৃষ্টি নীরবে বইলে কান্নার সমান
মঞ্চের আলোর পুকুরে ডুবে যায় সন্ধ্যার বাউল বসন

মিলিমিশি নাটকে আমার দুর্বল সংলাপ,
পোষাক পাল্টাই বারবার সাধুর ভণিতায়
কেবল ভুলে যাই চশমার কাঁচ পাল্টাতে
বনেদি সাধবাজারে আমি বেকুফ ক্লাউন

হালফিল ম্যারাথনের সাথে আমি বড়োই বেমানান
গবেট প্রাচীন আমি মায়াময় আলোয়
গুহামানবের মতো উবু হয়ে শান্তির প্যারেড করি ৷

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...