পুরানো আততায়ী
তোমাকে দেখেছি দূর থেকে, তোমাকে শুনেছি
শরনার্থী জনপথ তোমার সৌরভে নেশাতুর
ভালোবাসাময় ভালোবাসা
বিহবল করেছে তোমার উত্তল দেহদেশ
বিশাল হৃদয় --
তৃমি দেবী!
তীব্র বিষ রয়েছে কোথাও, কেউ
রয়েছে বিষাক্ত, উন্মাদ প্রেমিক!
সময়ের হলাহলে পরাজিত বিবর্ণ বিদ্রোহী-
তুমি তাকে আততায়ী বলো
সে নাকি গুপ্ত-ঘাতক - খুন করে প্রতি পলে পলে
সকালে ভিড়ের ট্রেন চলে যায়-
বাঁশি শোনা যায় যে তার।
দুপুরের ট্রেনও যায়
সে শুধু যায়না কোথাও, নীরব
এক গুহাহীর গুহার মানব -স্তুুপীকৃত অন্ধকার।
তুমি তাঁকে চেনো
না দেখেও দেখতে পাও বুকের ভেতর।
তবু ঘৃণা করো
সে-ও জানে, এ জন্ম জন্মান্তরের টান- বিনাশের
দেশহীন কালহীন মিলনের দ্বেষ
দেবী, তাকে কি এড়াতে পারে?
দূর থেকে দেখেছি শুধু - দূর থেকে শুনেছি
নিন্দার ছলে ভালোবেসেছো তাই
তোমার কাছে যেতে পারিনি।
No comments:
Post a Comment