Wednesday, August 8, 2018

প্রীতম সর্বাধীকারি 

কালবৈশাখী 

     

এ কালবৈশাখীর হাওয়া কি দিয়েছে
তোমার মনেতেও সাড়া!
নাকি শুধু আমিই টুকরো মেঘের আড়ালে 
খুঁজে বেড়াই তোমরা অপরিচিত চেহারা। । 

বইছে বাতাস, নেমেছে আঁধার, তবুও 
জ্বালিয়েছি আশার আলো।
অাশা হয়তো আশাই রয়ে যাবে,
আর স্বপ্নগুলো!  অগোছালো।

চোখদুটো বন্ধ হয়ে আসছে, দেখছিনা কিছুই , 
আবদ্ধ ধূলিজালে, 
তাতে আর কী হবে, আমি তো মহানন্দে মজেছি 
শুধু তোমারই খেয়ালে। 

হয়তো হারিয়ে যাচ্ছি তোমাকে নিয়ে, অন্য কোথাও এ আঁধারকালে।
তোমারো মননে কী গিয়েছে মুছে?
নাকি ইচ্ছে করেই দিয়েছ ঠেলে?

জানিনা কিছুই-
জানতেও চাইনা-শুধু চঞ্চল মন আজ 
আবদ্ধ হয়েছে, সেই একই অজানা ভুলে।  
এ কালবৈশাখীর ঝড়ে, আপন তালে, 
কানেতে বাজছে-
শুকনো পাতার সড়সড় শব্দ। 
আবদ্ধ হয়েছি আবারো মায়াজালে, 
আর প্রকৃতির চালে জব্দ। । 
যে স্মৃতি ধুয়েছিলো, অশ্রুধারার জলে। 
আমি কী জানতাম ওগো, 
সে আবার ভেসে উঠবে, বৃষ্টির ফোটার তালে। । 
বাইরে বৃষ্টি, ঘরেতে আঁধার, তবুও 
আড়ালে আগলে রেখেছি, সেই 
ভালোবাসার আলো। 

ভালোবাসাটা হয়তো আর কখনোই গোছাবোনা, 
কারণ স্মৃতিগুলো আজ 
বড়ই এলোমেলো।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...