বাজে কথা
আঙুলগুলো তালুতে চেপে
আকাশের দিকে করি উত্তোলন।
কালো মাথাগুলোর সঙ্গে মিশে,
চিৎকার করি ঊর্ধ্ব শ্বাসে।
সেই চিৎকারে কোনো বাক্য নেই,
নেই কোন দাবি।
শুধু অসীম প্রতীক্ষা দুচোখে নিয়ে
হাততালির প্রতিযোগিতা করি।
সমাজের ভালো হোক বা না হোক,
শুধু এতটুকু জানি,
অন্নহীন উদরপূর্তি হবে আজ এখানে,
জনসভা নাটকের শেষে।
No comments:
Post a Comment