Thursday, September 13, 2018

সৌরভ বসাক

বাজে কথা

আঙুলগুলো তালুতে চেপে 

আকাশের দিকে করি উত্তোলন।

কালো মাথাগুলোর সঙ্গে মিশে,

চিৎকার করি ঊর্ধ্ব শ্বাসে।

সেই চিৎকারে কোনো বাক্য নেই,

নেই কোন দাবি।

শুধু অসীম প্রতীক্ষা দুচোখে নিয়ে

হাততালির প্রতিযোগিতা করি।

সমাজের ভালো হোক  বা না হোক,

শুধু এতটুকু জানি,

অন্নহীন উদরপূর্তি হবে আজ এখানে,

জনসভা নাটকের শেষে।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...