Welcome to Manansrote
আনুয়াছড়া একটি ছোটনদী
আনুয়ারা বেগম ছড়াজলে পা ডুবিয়ে প্রিয়সখার বুকে মাথা রেখে একটু ঘুমাতে চেয়েছিলো।
চারজন নিরক্ষর তার স্বপ্ন কেড়েনিলো জলের স্রোতের মতো মিশে গেলো জলে মেয়েটি।
মেয়েটি জলে গুলে গেলো।
সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...
No comments:
Post a Comment