Monday, September 17, 2018

গোবিন্দ ধর

আনুয়াছড়া একটি ছোটনদী

আনুয়ারা বেগম ছড়াজলে পা ডুবিয়ে
প্রিয়সখার বুকে মাথা রেখে
একটু ঘুমাতে চেয়েছিলো।

চারজন নিরক্ষর তার স্বপ্ন কেড়েনিলো
জলের স্রোতের মতো
মিশে গেলো জলে মেয়েটি।

মেয়েটি জলে গুলে গেলো।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...