Monday, September 17, 2018

গোবিন্দ ধর

আনুয়াছড়া একটি ছোটনদী

আনুয়ারা বেগম ছড়াজলে পা ডুবিয়ে
প্রিয়সখার বুকে মাথা রেখে
একটু ঘুমাতে চেয়েছিলো।

চারজন নিরক্ষর তার স্বপ্ন কেড়েনিলো
জলের স্রোতের মতো
মিশে গেলো জলে মেয়েটি।

মেয়েটি জলে গুলে গেলো।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...