Sunday, September 16, 2018

সুস্মিতা রায়

সিলেবাসহীন

হাড় হীম করা এক ব্যস্ত শহরে
আগন্তুক আমি শীতঘুম আওড়াই,
আকাশপথে যে বীভত্স স্তব্ধতা
অক্ষত আমিই একমাত্র সাক্ষী!
পেন্ডুলামের মত দোল খাওয়া হৃদপিন্ডে প্রতিটা ভবিষ্যত সন্দিহান
ডাক্তারী ভাষায়,স্পটলেস হার্ট মানেই
মারাত্মক ফেভারেবল এমনটা নয় ---
অকৃতজ্ঞতা সিলেবাস ছাপিয়ে গেছে বহুদিন
ছাদ তবুও আকাশগঙ্গা মাপে নিজস্ব নিয়মে !

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...