Sunday, September 16, 2018

সুস্মিতা রায়

সিলেবাসহীন

হাড় হীম করা এক ব্যস্ত শহরে
আগন্তুক আমি শীতঘুম আওড়াই,
আকাশপথে যে বীভত্স স্তব্ধতা
অক্ষত আমিই একমাত্র সাক্ষী!
পেন্ডুলামের মত দোল খাওয়া হৃদপিন্ডে প্রতিটা ভবিষ্যত সন্দিহান
ডাক্তারী ভাষায়,স্পটলেস হার্ট মানেই
মারাত্মক ফেভারেবল এমনটা নয় ---
অকৃতজ্ঞতা সিলেবাস ছাপিয়ে গেছে বহুদিন
ছাদ তবুও আকাশগঙ্গা মাপে নিজস্ব নিয়মে !

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...