Thursday, September 13, 2018

বিনয় শীল

অশনি-সংকেত

                    
নিশিকুটুম্বের পায়চারি, সাধুর বেশে যখন ,
সভ্যতা আপন মনে, প্রমাদ গুনে তখন।
অকাল পক্কতা, কৈশোরে এসে,
প্রবল বেগে বিষ-বাষ্প, বায়ুতে মেশে।
মোবাইলে খাইলো সব, কার কী যে ফন্দি,
তরুণ-তরুনী মন, নেটে নেটে বন্ধী।
সভ্যতার বুকের উপর, কোন দানবের ছাফ,
কেই বা অন্যায়ের মূর্তি, আর কে যে নিষ্পাপ।
হা করা হাসি ভাবি, চোখ দুটো পান্না,
অথচ জলভরা আঁখি তার, বুকফাটা কান্না।
নিচ-চিন্তক আজ, উচ্চ তকমাধারী,
হিত চিন্তকের মাথায়, নাচে তরবারী।
সাম্যের গানের স্বরলিপি লিখে, সর্বগ্রাসী হয়,
সর্বহারার রক্ত চুষি, সাম্যের কথা কয়।
জীবন ছন্দে মন্দ লক্ষণ, অনিবার্য-প্রায় ,
প্রাজ্ঞ, বিজ্ঞ, মহৎ জনে, করে হায়-হায়।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...