Thursday, September 13, 2018

অভ্রজিৎ দেবনাথ

তারপর

তারপর, হাজার বছর পেরিয়ে গেল,


তুমি জাতপাত নিয়ে মেতে রইলে 


পাশের আগ্নেয়গিরিতে তৃতীয় বিষ্ফোরন হল।


ব্রিজের ওপার থেকে শোনা গেল


দু-একটা দামামার শব্দ।

তুমি দৌড়ে এলে গুপ্তস্থানে


শতশত দেহরক্ষীর রাতের স্বপ্ন অধরা রইল।


আজ ভেন্টিলেটারের ছিদ্র চিন্তিত-


কখন বাতাসে সন্দেশ আসবে,


অ্যাডাম-ইভের বিবর্তন এতই প্রয়োজনীয় ছিল?

তারপর, কলমের অভিব্যক্তিতে তলোয়ারের জন্মে 


একে একে ইতিহাসের পর্ব চালু হল।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...