Thursday, September 13, 2018

অভ্রজিৎ দেবনাথ

তারপর

তারপর, হাজার বছর পেরিয়ে গেল,


তুমি জাতপাত নিয়ে মেতে রইলে 


পাশের আগ্নেয়গিরিতে তৃতীয় বিষ্ফোরন হল।


ব্রিজের ওপার থেকে শোনা গেল


দু-একটা দামামার শব্দ।

তুমি দৌড়ে এলে গুপ্তস্থানে


শতশত দেহরক্ষীর রাতের স্বপ্ন অধরা রইল।


আজ ভেন্টিলেটারের ছিদ্র চিন্তিত-


কখন বাতাসে সন্দেশ আসবে,


অ্যাডাম-ইভের বিবর্তন এতই প্রয়োজনীয় ছিল?

তারপর, কলমের অভিব্যক্তিতে তলোয়ারের জন্মে 


একে একে ইতিহাসের পর্ব চালু হল।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...