Friday, September 14, 2018

অমিত সরকার

আঠারো+ A

মাল্টিপ্লেক্স সিনেমা হলের সামনে ,বড় পোষ্টার লাগানো,
এক কোনে "A"মার্কা ,পপুলার পি.স্টারের চলচ্চিত্র ।
বিশেষত সন্ধ্যার শো টা এই রকম,যুগল,একা,যে যার মতো,
চুপচাপ টিকিট কেটে ,শুরুর অপেক্ষায় ।

আমার পরিচিত ভ্রদ্র স্যার, পঞ্চাশোর্ধ,
উনার মতো আরো কয়েক জন,
টিকিট কাউন্টারের দূরে কাঁচুমাচু করছেন ,
আর ভীড় কমের অপেক্ষায় ।

ততক্ষণে শো শুরু, ভাবছেন কি না দৃশ্য চলে যাচ্ছে,
হল থেকে আসা আওয়াজে আরো বেশি উদ্দেল ,
ভীড় কমতেই, মাথা উঁচু করে চলা মানুষ টা ,
আজ টিকিট কেটে মাথা নীচু করে সোজা হলে ।

অপলক দু চোখ চেয়ে আছে চলচ্চিত্রের দৃশ্য পটে,
তিল ধারনের জায়গা নেই ,তবু সবাই তিল দেখছেন,
জেরক্স করে  নিচ্ছেন আই-লেজারে পি.স্টারের শরীর।

কখন সিনেমার সিন শেষ বুঝা গেলনা,
হলের লাইট জ্বলতেই  ভ্রদ্র স্যার ভ্রদ্রবেশে,
দেখলেন, নিজের বাইশ বছরের মেয়ে টা অন্যের কোলে,অন্য ভাবে,
মাথার উপর ভাঙলো আকাশ,
অন্ধকারে অনেক কিছু সম্ভব, যা কিছু আলোতে নয়।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...