Sunday, September 16, 2018

পূজা মজুমদার

পুঁথিঘর
         

নিশী রাইতে
আইলো সখি
ভাঙ্গা কুটিরে।

কইলো মোরে
যৈবন জ্বালায়
ভাসছে সাগরে।

লও লও বন্ধু
আপন কইরা
কইলজার ভিতরে।

আও সখি দেহ থুইয়া
পরানের ভেতর
টের না পায় কেউ সঙ্গোপনেতে।

মুই সখি ক্ষুধার জ্বালায়
মরছি দিবা-রাতি
বুকের মধু আজি দাও খাইতে।

মোর সবি তোমার লাগি
নাওনা মোরে কাছে
সবি নাও মোর গ্রেহন কইরে।

বুকে তোমার উথাল পাথাল
সয়না গো এ প্রাণে
পরান চায় খেলতে।

খেলো তুমি মনমতন
দিমুনা আইজ বাধা
শান্তি দ্যাও আজ ছুঁইয়ে।

এমন করি ডাকিওনা
হারাইবো সব তোমাতে
অজানা কামনার জলে।

মোর এই জোয়ার
সবি তোমার তরে
বিধাতা সব জানে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...