Thursday, September 13, 2018

অরিজিৎ মজুমদার

 শিক্ষক


         


শিক্ষার পূজারী তিনি,


দেবী স্বরস্বতীর হাত


ছাত্র গড়ার লক্ষ্য তাঁহার


শ্রম দিন রাত। 

সভ্যতার শুরু হতে, 


এই মন্ত্রণাতে


যুগের সকল চাবিকাঠি, 


শিক্ষকের হাতে। 

 ছোট হতেই গৃহাঅঙ্গণে


 শিক্ষার শুরু


মা আমাদের জীবনের


প্রথম শিক্ষাগুরু। 

নীতি শিক্ষা ,পাঠশালা আর


উচ্চ শিক্ষাঙ্গনে


সকল ক্ষেত্রে শিক্ষকের


অবদান প্রতিক্ষণে। 

গুরু ব্রহ্মা ,গুরু বিষ্ণু


গুরুদেব মহেশ্বর 


জীবনের সফলতায় শিক্ষক, 


এক উজ্জ্বল ভাস্কর। 

আজ সমাজে তাহাদেরই, 


মূল্য অতি কম


শিক্ষকের সম্মান হানিতে, 


ধুঁকছে ভীষণ রকম। 

সঠিক সভ্যতার সুদৃঢ়, 


ভিত গড়তে


শিক্ষক এর সঠিক মান, 


ফিরাতে হবে মর্ত্যে। 

আমাদেরই রাখতে হবে, 


শিক্ষকের মান


চরণে জানাই তাদের


শতকোটি প্রণাম। 



No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...