Thursday, September 13, 2018

ইন্দ্রানী চাকলাদার

চঞ্চল মন

'মন' একটি বিশেষ শব্দ।
সে যে কখন কি করতে চায় তা বলা মুশকিল।
হঠাৎ একদিন আকাশে খুব মেঘ জমেছে-
চারিদিকে ঘুটঘুটি  অন্ধকার-
গিয়ে দেখি মন চুপ করে জানালার পাশে বসা।
আমি গিয়ে তার পাশে চুপ করে বসি-
বলি -  ' কি রে '- মন তোর কি করতে ইচ্ছে করে ?
অনেকভেবে , একটা মুচকি হাসি দিয়ে , মন বলল -"পালাতে" !
আমি বললাম- " সে কি কথা কোথায় পালাবি" ?
ওমনি সে বলল - ঐ যে সুদূর মাঠ পেরিয়ে , জলা পেরিয়ে
অনেক দূরে - সবার নাগালের বাইরে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...