Thursday, September 13, 2018

ইন্দ্রানী চাকলাদার

চঞ্চল মন

'মন' একটি বিশেষ শব্দ।
সে যে কখন কি করতে চায় তা বলা মুশকিল।
হঠাৎ একদিন আকাশে খুব মেঘ জমেছে-
চারিদিকে ঘুটঘুটি  অন্ধকার-
গিয়ে দেখি মন চুপ করে জানালার পাশে বসা।
আমি গিয়ে তার পাশে চুপ করে বসি-
বলি -  ' কি রে '- মন তোর কি করতে ইচ্ছে করে ?
অনেকভেবে , একটা মুচকি হাসি দিয়ে , মন বলল -"পালাতে" !
আমি বললাম- " সে কি কথা কোথায় পালাবি" ?
ওমনি সে বলল - ঐ যে সুদূর মাঠ পেরিয়ে , জলা পেরিয়ে
অনেক দূরে - সবার নাগালের বাইরে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...