চঞ্চল মন
'মন' একটি বিশেষ শব্দ।
সে যে কখন কি করতে চায় তা বলা মুশকিল।
হঠাৎ একদিন আকাশে খুব মেঘ জমেছে-
চারিদিকে ঘুটঘুটি অন্ধকার-
গিয়ে দেখি মন চুপ করে জানালার পাশে বসা।
আমি গিয়ে তার পাশে চুপ করে বসি-
বলি - ' কি রে '- মন তোর কি করতে ইচ্ছে করে ?
অনেকভেবে , একটা মুচকি হাসি দিয়ে , মন বলল -"পালাতে" !
আমি বললাম- " সে কি কথা কোথায় পালাবি" ?
ওমনি সে বলল - ঐ যে সুদূর মাঠ পেরিয়ে , জলা পেরিয়ে
অনেক দূরে - সবার নাগালের বাইরে।
No comments:
Post a Comment