রেজারেকশন
বুকের ভিতরে জমে থাকা
কিছু কৃষ্ণপক্ষ রাত আর অসম্ভব মুখর
কিছু সৃষ্টিছাড়া মৌনতা ...
এরাই ইতিহাস লেখে ।
নদীর বুকে জমে ওঠা পলির মতোই
উর্বর এদের মৃত্তিকাভূমি ।
আজন্ম লালিত মধ্যবিত্ত চতুরালি
একদিন জমিয়ে বসে তার ঘরকন্না ।
ক্রুশবিদ্ধ ইচ্ছাগুলির গা বেয়ে ক্রমশ
ঝরতে থাকে পুঁজ আর দূষিত রক্ত ।
আকাঙ্ক্ষা বেড়েই চলে
বুকে হেঁটে চলা সাপের নিঃশব্দ গতির মতো,
একদিন হয়তো আমিও মহামানব হবো।
No comments:
Post a Comment