Thursday, September 13, 2018

সোনালী রায় বাগচী

রেজারেকশন

বুকের ভিতরে জমে থাকা
কিছু কৃষ্ণপক্ষ রাত আর অসম্ভব মুখর
কিছু সৃষ্টিছাড়া মৌনতা ...
এরাই ইতিহাস লেখে ।
নদীর বুকে জমে ওঠা পলির মতোই
উর্বর এদের মৃত্তিকাভূমি ।
আজন্ম লালিত মধ্যবিত্ত চতুরালি
একদিন জমিয়ে বসে তার ঘরকন্না ।
ক্রুশবিদ্ধ ইচ্ছাগুলির গা বেয়ে ক্রমশ
ঝরতে থাকে পুঁজ আর দূষিত রক্ত ।
আকাঙ্ক্ষা বেড়েই চলে
বুকে হেঁটে চলা সাপের নিঃশব্দ গতির মতো,
একদিন হয়তো আমিও মহামানব হবো।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...