Thursday, September 13, 2018

জয়ন্ত শীল

জলছবি 

কবিতার খাতায় বর্ষা নামে 

অক্ষর মাটি ভিজে নরম হয়। 

গতকাল রাতে মারা যায় 

পাশের বাড়ির আদুরে মঙ্গলী। 

মৃতদেহ দিয়ে এক বৃদ্ধ হাল টানে। 

মাঠের প্রান্তে এসে হাজির সেনাপতি মশাই, 

জমিদারের থুতু দিয়ে মৃতদেহ 

ঢেকে রাখার নির্দেশ। 

বৃদ্ধের আপাদমস্তক থুতু বেয়ে টপ টপ করে পরে, 

আমি গাছতলাতে বসে জলভাতের থালায় 

কাঁচালঙ্কা দিয়ে সেই দৃশ্য আঁকি। 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...