Thursday, September 13, 2018

দুলাল চক্রবর্তী

আগমনী

শরতের শিউলী তুমি।
রাতের অন্ধকারে তুমি ফুটতে শুরু করো।
তোমার সুবাস ছড়াতে শুরু করো তড়িৎ গতিতে।

নতুন কুয়াশার জলে
সিক্ত হয়ে
ভোরের বেলায় ঝরে পড়ো,
মাটির বুক সাদা চাদরে
ঢেকে দাও।
লোকালয়ে দেবতার চরণে
স্থান হয়।
বাসী হলেই ছুঁড়ে ফেলে দেয়
নর্দমায়।
তুমি জানিয়ে দাও বাঙালীকে
বাংলাকে--
মায়ের বন্দনার দিন সমাগত।
চারিদিকে বইতে শুরু করে
আনন্দের বন্যা।
বাঙালীর ঘরে ঘরে বইতে থাকে
খুশীর হাওয়া।
পাখীরা যেমন নীড়ে ফেরে
বাঙালীরাও দূর-দূরান্ত থেকে
ঘরে ফেরে,
কটা দিন উৎসবে আনন্দে কাটাতে।

নীল আকাশের বুকে
সাদা মেঘের পানসি,
ঘুরে বেড়ায় দিকে দিকে।
মায়াবী এই পৃথিবীকে আরো
মোহময়ী মনে হয়।

সবার অজান্তে তুমি
বিদায় নাও শিউলী,
আরেকটি বছরের জন্য।
ঘোষণা করো মাতৃ বন্দনার।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...