Thursday, September 13, 2018

পার্থ ঘোষ

তর্কে বহুদূর

ব্যাজার মুখ করে আছে আলো
পলেস্তারা পড়ে খসে -
ভিজে থাকা ঠাকুর দালান।

ধর্মেরও যৌবন ছিল একদা
আজ ওড়ে অবাধ্য বাদুর।
চামচিকের আঁশটে গন্ধে
বমি বমি পায়
পরিত্যক্ত মন্দির যেন অন্ধ আতুরাশ্রম।

পাশের বাড়ির মেয়েটি তবু প্রতি সন্ধ্যায়
এখানেই কেন শ্রীকৃষ্ণকে পায়?

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...