শিক্ষক
শিক্ষক জাতির মেরুদণ্ড খুবই খাটি কথা
শিক্ষক করে জাতি গঠন শিক্ষক হয় পিতা ।
শিক্ষক হবে ? ছাত্র হও নিজে শেখো আগে
না শিখে শিক্ষক হলে সবার মাথা খাবে ।
দেশভক্তি দেশপ্রেম আগে জানা চাই
তবেই হবে শ্রেষ্ঠ শিক্ষক এতে ভুল নাই ।
শ্রেষ্ঠ শিক্ষক রাধাকৃষ্ণাণ দেশ বরণ্যে নেতা
শিক্ষক রূপে প্রণাম পায় বিশ্ব নোয়ায় মাথা ।
দেশ জাতির অভিভাবক শুধু ছাত্রের নয়
আদর্শ শিক্ষক হতে হলে তাকে জানতে হয় ।
শিক্ষা মানে সুশিক্ষা বাড়ায় চেতনার মান
কুশিক্ষা দেশকে করে ভেঙে খান খান ।
সকল কাজে সু -দেখা শেখায় রাধাকৃষ্ণাণ
শিক্ষক হয়ে বাড়িয়ে গেলেন দেশের ঐক্যতান ।
স্নেহ মমতা মানবতার গুণ যেমন লাগে
শিক্ষা দিতে হলে ভালোবাস আগে ।
মহান দেশের মহান নেতা এ পি জে
শিক্ষক রূপে বাড়ায় গৌরব মিসাইল বানায় সে ।
শান্তি স্থিতি সন্পৃতীরে দেখো বড় করে
দেশ ভক্তির জ্ঞান নাও কালামের জীবনী পড়ে ।
সে শিক্ষাই আসল শিক্ষা পেটে জোগায় ভাত
স্বদেশ প্রীতির শিক্ষা দাও পাবে প্রণিপাত ।
ছাত্র পায় অনুরক্তি শ্রদ্ধাবনত মাথা
দেশ নেতা দেশ চালক শিক্ষক জাতির ত্রাতা ।
No comments:
Post a Comment