Thursday, September 13, 2018

সুতনু হালদার

কালসর্প
               

চুলকে ঘা করে নিজেই দাওয়াই নিই
দ্রাঘিমা ঘেঁষে বেশ দাঁড়িয়েছি!
প্রতিটা রাতকেই প্রেমিকা মনে হয়
খামচে খিদে ভরি, সময় খাই...
সময় যদিও শূন্য থেকে যায়,
খিদের অনুভূতি একান্তই;
দখল ইতিহাসে রক্ত ঢেকে দ্যায়
প্রেমকে কেটে ফেলি, স্তাবক হই,
নিজের দাওয়াতেই নিজেই জ্বলে মরি
দ্রাঘিমা ঘেঁষে তবু দাঁড়ায় রোজ
খোঁড়ানো সময়গুলো রাতকে চেপে ধ'রে
জোনাকি আলোতে প্রেম নিখোঁজ!
তবুও
রাত জাগি,
তবুও খিদে চাই, তবুও নিরালায় মিথুন রোগ
কুঁচিয়ে রাতটুকু খেতে গিয়ে দেখি-
হাতেই রয়ে গ্যাছে কালসর্প যোগ।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...