Thursday, September 13, 2018

ড. শৌভিক বাগচী

বিদ্রোহ

কালির আঁচড় যদি
ঘুম ভেঙে জেগে ওঠে
লোরকার হাতে ওঠে
বন্দুক।

রক্তের আঙিনায়
হিসেব নিকেশ চলে
পতঙ্গ হয়ে যায়
দিন -ভূক।

আকাশে আগুন রেখা
লাল হয়ে জ্বলে ওঠে
গলে যায় তাপ হয়ে
বারোমাস।

লোরকার বন্দুক
কালির আখর দিয়ে
লিখে যায় জ্বালাময়ী
ইতিহাস।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...