বিদ্রোহ
কালির আঁচড় যদি
ঘুম ভেঙে জেগে ওঠে
লোরকার হাতে ওঠে
বন্দুক।
রক্তের আঙিনায়
হিসেব নিকেশ চলে
পতঙ্গ হয়ে যায়
দিন -ভূক।
আকাশে আগুন রেখা
লাল হয়ে জ্বলে ওঠে
গলে যায় তাপ হয়ে
বারোমাস।
লোরকার বন্দুক
কালির আখর দিয়ে
লিখে যায় জ্বালাময়ী
ইতিহাস।
No comments:
Post a Comment