Thursday, September 13, 2018

নিলীমা দাশগুপ্ত

হৃদয়ে রক্তক্ষরণ

নদীর কুলে একা দাঁড়িয়ে

শুনেছি মৃত্যুর অনির্বাণ ধ্বনি।নিরন্ধ্র নিশীথিনী বক্ষে মৃত শ্মশানের কোলে চিরকাল নীরবে গেলে চলে। অনাদি অন্ধকার করছি আলিঙ্গন, সস্নেহে মৃত্যুর পরমপরিজনকে সাদরে আঁধারে বক্ষবিদীর্ন করে চলে গেলে শুক্লা চতুরদর্শী রাতে।

দুচোখ ছলোছলো একাপথে হাঁটি।নীরব পথের যাত্রী। অসংখ্য বার ব্যাকুল ডাকেও নির্দয় দিলেনা সাড়া। আমি সাথী হারা। আনন্দ গুলো দুঃখের সমুদ্রে ভাসছে ক্রিয়া প্রতিক্রিয়া প্রাণের সৃষ্টি করি নির্লিপ্ত নিরাকার গেলে চলে। রক্তঝরা হৃদয়ে ক্ষতগুলো নিশুতি রাতে কথা বলে। জমাটবাঁধা শুকনো স্মৃতি ভেজা চোখের অশ্রু মোছে। কানে কানে বলে বিবেক,ওই যে স্মৃতির বোঝা।সব কিছু যে আপন কথা, গোপন ব্যাথা কেঁদে মরে অন্ধকারে অন্তরালে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...