Thursday, September 13, 2018

সোমেন চক্রবর্তী

বাসর


         
তোমার সৌন্দর্যই উন্নাসিকতায়,
নইলে মনে হয় একান্ত জড় তুমি

তোমার আলিঙ্গনে এসে তাচ্ছিল্যতার ঔদ্ধত্য আমার নেই,
তবুও সিঁদুরে সংকট... 
ডায়েরির পাতায় গুঁজে রাখি দ্বন্দ্বযুদ্ধের আগের গোলাপি প্রহর।

যাবার আগে ছুঁড়ে যাও একঝাঁক ক্রোধ,
তোমার এই ভাঁজপড়া কপালকেও স্থান দিয়েছি বুকে 

ছিদ্রান্বেষী ফণায় ছেড়ে যাও নীল বাসর...

মুখোশের আড়ালে কতদূর আর পালাবে? 
প্রমাণ দিতে কোঁচায় রেখেছি ছেঁড়া লেজ 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...