বড় ভালোবাসি
তোমার অজান্তে বহু স্বপ্ন জড়িয়ে
আমি, ভেসে যেতে ভালোবাসি।
সেই আলতা পায়ে হৃদয়ের এ কোণ থেকে
ওই কোণ পর্যন্ত হেঁটে যাওয়াকে
বড় ভালোবাসি।
ভালোবাসি তোমার চোখের পলক,
আর কাল কাজলের মধুর সুর।
মন আমার কেড়ে নেয়, তোর ধানী রঙের টিপ।
তোমার অজান্তে আমি ভালোবেসে যায়,
নদীর ঢেউয়ের মতো মলিন গালের
সেই মিঠুর হাসি।
বড় ভালোবাসি, কানের লতি বেয়ে
নেমে আসা অবাধ্য চুলের উদ্দামতা।
No comments:
Post a Comment