Sunday, September 16, 2018

অমিত রুদ্র পাল

স্বপ্নে পরিভ্রমণ

নৈশ ঘুমের বাদে
যাওয়া হল স্বপ্নেরই দেশে,
কাল্পনিক এই স্বদেশে
মন চাঞ্চল্যকর বেশে।

ঘন কুয়াশা চোখের অস্পষ্টতায়,
দেখিলাম রমণীদের
স্বর্ণঘেরা পোষাক গায়।

অজস্র নির্মল উষসী কুঁড়ি ,
প্রেম জোয়ারে ভাসে
নৌক-তরী।

গাছের সবুজ প্রতিপন্ন
স্মৃতিকে করল ছিন্ন ভিন্ন ।
স্বচ্ছ নীলবর্ণের - নম্র ,
জলের সেই নদ
খুঁজে মন আকাশ-প্রপাত।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...