স্বপ্নে পরিভ্রমণ
নৈশ ঘুমের বাদে
যাওয়া হল স্বপ্নেরই দেশে,
কাল্পনিক এই স্বদেশে
মন চাঞ্চল্যকর বেশে।
ঘন কুয়াশা চোখের অস্পষ্টতায়,
দেখিলাম রমণীদের
স্বর্ণঘেরা পোষাক গায়।
অজস্র নির্মল উষসী কুঁড়ি ,
প্রেম জোয়ারে ভাসে
নৌক-তরী।
গাছের সবুজ প্রতিপন্ন
স্মৃতিকে করল ছিন্ন ভিন্ন ।
স্বচ্ছ নীলবর্ণের - নম্র ,
জলের সেই নদ
খুঁজে মন আকাশ-প্রপাত।
No comments:
Post a Comment