Thursday, September 13, 2018

কামরুজ্জামান রাব্বি

সত্য

জুড়োয় না চোখ ভরে না যে প্রাণ
যত দেখি মনে হয় করি সন্ধান।

তুমি কেন এমন!
ক্ষণেক দাও না জানান
মাঝে মাঝে কোথাও যাও, ভুলে সব?
দিয়ে পিছুটান!

তুমি বলো, শুনবো তোমার কাছে
কেন হারিয়ে যাও?
আর যা যা বলার আছে।

থেকো না চুপ, রেখো না অন্ধ
তুমি ছাড়া সব পথই যে বন্ধ
মনুষ্য আজ পড়েছে দ্বিধায়
অকারণ শুধু করিছে দ্বন্দ

প্রার্থনা শুধু করে একটাই
তুমি নাই,তবে জীবনও নাই।
প্রতিক্ষণ তোমার তরে
আপন স্বত্বা শপে দিতে চাই।

তুমি সত্য, আমি তোমাকেই চাই।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...