Tuesday, September 4, 2018

দীপেশ নাগ

বাংলা ভাষা

বাংলা ভাষা মাটির ঘরে

 প্রথম মুখের ভাষা,


 বাংলা ভাষা শেখায় কেবল


 মধুর ভালোবাসা।


 বাংলা ভাষার ছন্দ সুরে


 তুলসী তলার গান,


এই ভাষা বিশ্ব জুড়ে


 বাড়ায় দেশের মান।


 বাংলা ভাষা সকাল সাঁঝে


 খেলাধুলার সাথী,


 বাংলা ভাষা জীবন মোদের


 সানন্দে তাই মাতি।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...