Tuesday, September 4, 2018

দীপেশ নাগ

বাংলা ভাষা

বাংলা ভাষা মাটির ঘরে

 প্রথম মুখের ভাষা,


 বাংলা ভাষা শেখায় কেবল


 মধুর ভালোবাসা।


 বাংলা ভাষার ছন্দ সুরে


 তুলসী তলার গান,


এই ভাষা বিশ্ব জুড়ে


 বাড়ায় দেশের মান।


 বাংলা ভাষা সকাল সাঁঝে


 খেলাধুলার সাথী,


 বাংলা ভাষা জীবন মোদের


 সানন্দে তাই মাতি।


No comments:

Post a Comment

গৌতম মজুমদার

বধ্যভূমি - রাফা শোনা যাবেনা আর কোনদিন ক্ষুধার্ত শিশুর কান্না, মা বোন থেকে বৃদ্ধ বৃদ্ধার আর্তনাদ টুকু আর না। শান্তি এখন রাফা শহরে যদি পেতে শো...