অকুস্থল এই ভোর
অচেনা নিশ্বাসে শুয়ে থাকি রোজ, আলো, আলো হবে
কাত হয়ে যাই জন্মদিনের ধানে দূর্বায় পরমান্নে
মাঠ থেকে মাঠ, আলোকবর্তিকার উপহার ত্রিকূটিতে
পুনরায় চোখা ভোর প্রীতি হাতপাখা নাড়তে নাড়তে
আমাদের কবরের পাশে হেঁচে ওঠে ১বার... ২বার...
ধীর পায়ে মাকড়সার জাল দুহাতে ঠেলে
ফিরে আসি গন্তব্যে - অপেক্ষার চোরাপাথর খেলি
তোমার তেলমাখা চুল, বাসি সিঁদুর অথবা হোঁচট
এই ভরা হাঁটে বেমানান রক্তের ছোটো জমায়েত হবে
এই ভোর আমাদের ভালো কিছু দেবার আশা
এই ভোর সূর্যকে আটকে রাখবে আরো কিছুক্ষন
এই ভোর পাখির ডাক বলা যায় তারপরও
এই ভোর এমন রং সরাসরি আত্মাশ্রয়।
No comments:
Post a Comment