বাংলা আমার
বাংলা আমার সবুজ শ্যামল
ফুল ফসলের মাঠ
বাংলা আমার নদী ঘেরা
পদ্মা নদীর ঘাট।
বাংলা আমার রাখালির সুর
ভাটিয়ালি গান,
বাাংলা আমার জন্ম ভূমি
গর্বভরা প্রাণ।
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ,
বাংলা আমার সকল আশা
বাংলা আমার গান।
এই বাংলাই মানুষ যত
সবাই আমার ভাই,
আমার সবাই বাংলাদেশি
ভয় আমাদের নাই।
No comments:
Post a Comment