Thursday, September 13, 2018

শওকত আলী

বাংলা আমার

বাংলা আমার সবুজ শ্যামল
ফুল ফসলের মাঠ
বাংলা আমার নদী ঘেরা
পদ্মা নদীর ঘাট।

বাংলা আমার রাখালির সুর
ভাটিয়ালি গান,
বাাংলা আমার জন্ম ভূমি
গর্বভরা প্রাণ।

বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ,
বাংলা আমার সকল আশা
বাংলা আমার গান।

এই বাংলাই মানুষ যত
সবাই আমার ভাই,
আমার সবাই বাংলাদেশি
ভয় আমাদের নাই।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...