Thursday, September 13, 2018

শওকত আলী

বাংলা আমার

বাংলা আমার সবুজ শ্যামল
ফুল ফসলের মাঠ
বাংলা আমার নদী ঘেরা
পদ্মা নদীর ঘাট।

বাংলা আমার রাখালির সুর
ভাটিয়ালি গান,
বাাংলা আমার জন্ম ভূমি
গর্বভরা প্রাণ।

বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ,
বাংলা আমার সকল আশা
বাংলা আমার গান।

এই বাংলাই মানুষ যত
সবাই আমার ভাই,
আমার সবাই বাংলাদেশি
ভয় আমাদের নাই।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...