না, তাদের জন্য নয়
আজ এই সৃজন এই সঙ্গীত, এই নৃত্য
তাদের জন্য নয়, না তাদের জন্য নয়!
যারা মানুষের ঘরে ঘরে জ্বালায় আগুন
মানুষে মানুষে ছড়ায় ভিভীষিকা!
রাজ্যে রাজ্যে দেশে দেশে উসকে দেয়
জাত - পাত ধর্মের দাবানল!
এই আকাশ এই বাতাস এই মাটি
তাদের জন্য নয়, না তাদের জন্য নয়!
বিজ্ঞানের আড়ালে যারা তুক্ তাক মন্ত্র নিয়ে
খেলা করে ! মানুষের সমস্ত আবেগ, প্রেম ,
সারদার মমতা,রামকৃষ্ণ -বিবেকানন্দের চিন্তন সুধা টেরেসার স্নেহের পরশ -
এই মহতী এগিয়ে চলার উৎসব
তাদের জন্য নয়!
যারা গীতা বাইবেল কোরানের নামে - মন্দির
মজজিদ গীর্জা - অসির ঝনকে লাল করে তোলে !
বিজ্ঞান যাদের স্পর্শে অভিশাপগ্রস্ত হয়ে পরে --
এই সৃজন উৎসব তাদের হতে পারেনা
তাদের হতে পারেনা!
হিংসা আর সৃষ্টি একসাথে চলতে পারেনা
তাই সৃজন শেষে অন্ধকার ঘরে আগুন জেলে
অশ্রু নয়, ওদের মাথায় বরফ ছোড়ে মারো --
এই সিন্ধুর আকাশে বাতাসে, - বাল্মীকি -কণাদ
জগদীশ -আর্ষভট্ট - রামানুজন -বুদ্ধ মহাবীর
রবি-নজরুল চানক্যের সুবাসে সুভাষিত !
এই মাটি এই বাতাস সহিষ্ণুতার, ভালোবাসার।
তাই এই পবিত্রভূমি সূর্যপ্রেমীর, প্রসারিত হৃদয়ের !
তিমির বিলাসী জল্লাদ কসাই কিংবা মৌলবাদীদের জন্য নয়!
No comments:
Post a Comment