শেষমেশ
ভুলগুলো অতিক্রম করে গেছে ,
আলোকবর্ষের শেষসীমা-
তারপর , আজ সে অনায়াসে থেকে গেছে !
যখন জলের পাড়ে শুয়ে থাকা বৃষ্টিগুলো
ভুল আওড়ায় , আবারও ;
দুর্বৃত্তের মতো আসে তখন বসন্তগুলো
ভুল শিখিয়ে দিয়ে যেতে , সেবারও !
রেললাইন , যানজট , কাঁচগাড়ি গুলো
অবুঝ সুতোয় গেঁথে যেতে থাকে....
ভুল করে , ধোঁয়া হতে থাকে , শিরশির করে ৷
তবে সাদা ফুলগুলো গর্ত চাপা পড়ে
নুন ধরা মাটিতে , কষ্ট চেপে ঘুমিয়ে থাকে ৷
সব হয় , ইচ্ছের অনুমতি না নিয়ে হয়...
ভুলে আসা বসন্তরা তখন প্রচন্ড সত্যি হয় !
এবং মানুষ পার্থিব ভূত হয়ে বেঁচে যায়
যেমনটা আমিও বাঁচি ,
কাঁচের ভেতর থেকে তোমার প্রতিবিম্ব দেখে ,
রোজ কবিতা লিখে !
বেঁচে থাকি মনের কথা খাতায় এঁকে
এভাবেই তো সবাই বাঁচে !
আমিও না হয় ভুল করে বেঁচে গেলাম শেষমেশ।
No comments:
Post a Comment