Thursday, September 13, 2018

আম্রপালী দে

শেষমেশ

ভুলগুলো অতিক্রম করে গেছে ,
আলোকবর্ষের শেষসীমা-
তারপর , আজ সে অনায়াসে থেকে গেছে !

যখন জলের পাড়ে শুয়ে থাকা বৃষ্টিগুলো
ভুল আওড়ায় , আবারও ;
দুর্বৃত্তের মতো আসে তখন বসন্তগুলো 
ভুল শিখিয়ে দিয়ে যেতে , সেবারও !

রেললাইন , যানজট , কাঁচগাড়ি গুলো
অবুঝ সুতোয় গেঁথে যেতে থাকে....
ভুল করে , ধোঁয়া হতে থাকে , শিরশির করে ৷
তবে সাদা ফুলগুলো গর্ত চাপা পড়ে
নুন ধরা মাটিতে , কষ্ট চেপে ঘুমিয়ে থাকে ৷
সব হয় , ইচ্ছের অনুমতি না নিয়ে হয়...
ভুলে আসা বসন্তরা তখন প্রচন্ড সত্যি হয় !
এবং মানুষ পার্থিব ভূত হয়ে বেঁচে যায়
যেমনটা আমিও বাঁচি , 
কাঁচের ভেতর থেকে তোমার প্রতিবিম্ব দেখে , 
রোজ কবিতা লিখে !
বেঁচে থাকি মনের কথা খাতায় এঁকে
এভাবেই তো সবাই বাঁচে !
আমিও না হয় ভুল করে বেঁচে গেলাম শেষমেশ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...