প্রিয়সী(দুই)
পিতার স্নেহের স্বল্পতা
মনখারাপির প্রবণতা;
পরিস্থিতির বড় স্বীকার
তিলোত্তমা প্রিয়সী।
শখের পাখি বন্দি খাঁচায়
স্বপ্নের ভয়ে প্রাণ বাঁচায়,
নৃত্য পাঠের ইচ্ছা ছিল
অল্পতেই ভাসিয়ে দিল;
নাচেতেই পাওনা তাঁর
চোখের ভাষা-যে চমৎকার!
সুন্দর সকাল উঠলো সেজে
রাজ্যভার ছন্দে ভাসে।।
খোশমেজাজেই বন্ধুত্ব
শুনলাম,কবিও তাঁর খুশির মূহুর্ত,
ধন্য মন, ধন্য কাঙাল
সম্পর্ক হোক নির্ভেজাল।
মিষ্টি ঠোঁটের, ছোট্ট হাসি
অনুভবের নদীতে ভাসি;
সম্মুখে মূর্তিমান সন্মান বাঁধে
বেঁচে থাকুক বাঁচার আনন্দে।
No comments:
Post a Comment