Thursday, September 13, 2018

অনুপম রায়

প্রিয়সী(দুই)

পিতার স্নেহের স্বল্পতা 
মনখারাপির প্রবণতা;
পরিস্থিতির বড় স্বীকার
তিলোত্তমা প্রিয়সী।


শখের পাখি বন্দি খাঁচায়
স্বপ্নের ভয়ে প্রাণ বাঁচায়,
নৃত্য পাঠের ইচ্ছা ছিল
অল্পতেই ভাসিয়ে দিল;


নাচেতেই পাওনা তাঁর 
চোখের ভাষা-যে চমৎকার! 
সুন্দর সকাল উঠলো সেজে
রাজ্যভার ছন্দে ভাসে।।


খোশমেজাজেই বন্ধুত্ব
শুনলাম,কবিও তাঁর খুশির মূহুর্ত,
ধন্য মন, ধন্য কাঙাল 
সম্পর্ক হোক নির্ভেজাল।


মিষ্টি ঠোঁটের, ছোট্ট হাসি
অনুভবের নদীতে ভাসি;
সম্মুখে মূর্তিমান সন্মান বাঁধে 
বেঁচে থাকুক বাঁচার আনন্দে।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...