Thursday, September 13, 2018

প্রসেনজিৎ দে

মনের ঘরে

গচ্ছিত থাকুক যতনে সেই ভালবাসা , 
হৃদয়ের এক কোণে যমে থাকা ।
অপ্রস্ফুটিত, অপরাজিত, অ-দেখা ভালবাসা , 
নাম না জানা ময়ূর-পঙ্ক্ষী ।।

মেঘাবৃত শ্বেতবর্ণে নীল আকাশ, 
গাছের পাতা বেয়ে কানের পাশ
দিয়ে, টিপ-টিপ পড়া বৃষ্টিকণা, 
আমি পর্দার ফাঁক টুকুতে দাঁড়িয়ে ছিলাম ।।

গির্জার ঘন্টা-ধ্বনি'র শব্দ শোনা গেলেও, 
উদাসীন চোখে তাকিয়ে ছিলাম তুমি আসবে
বলে, তুমি আসবে বলে পাশের সিট'টা
এখনও অমলিন, নির্জন, শূন্যতার প্রতীক ।।

বেলা শেষে মন খারাপী চোখে , 
ভাবনারা বারবার ফিরে ফিরে চায় ।
পেছন পানে নাম না জানা 
সেই মানুষটির পথ চেয়ে মনের ঘরে ।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...