Saturday, June 9, 2018

সুব্রত দেববর্মা

কালির রং হবে লাল

হাজার বছর ধরে
জীবনানন্দদের ভিড়ে
আমায় খুঁজে পাবে।
প্রত্যেক ভোরের সুবাসে,
স্বপ্ন আমার সঙ্গে যাবে।

আমি লাঙ্গলের ফলা হয়ে
থাকবো কৃষকের ঘামে মিশে।
আভাস পাবে আমার 
তীব্ৰ কোনো বসন্ত বাতাসে।

রিক্সাওয়ালার তর্কে মিলবে
আমার ই কত ছন্দ।
নেমেসিস এর রঙে পাবে
হাজার রকম মন্দ।

তাজা রক্ত গান মেলাবে
ব্যর্থ প্রেমের বিলাপ।
বিজ্ঞাপনের ভিড়ের চাপে
হারাবে বইয়ের গোলাপ।

তবুও প্রত্যেক গলিতে
জ্বলবে কবিদের মশাল।
লিখা হবে শক্ত হাতে
হয়ত কালির রং হবে লাল।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...