Saturday, June 9, 2018

সোমেন চক্রবর্তী

ক্ষুধা বিশেষজ্ঞ
                    

ছোট ছেলেটা হাত পাতলে ভিক্ষা দিও না,

আমি ক্ষুধা বিশেষজ্ঞ,
আমার কথা তোমাদের বিশ্বাস করতেই হবে,

দেখো, ছেলেটা নিজের পেটের দিকে আঙুল দেখিয়ে
কেমন নিরীহের মত বোঝাতে চাইছে নিজের ক্ষুধা,
সে জানে না ক্ষুধার প্রাবল্যটা কোনদিকে বেশি,

ওকে ভিক্ষা দিও না,
বুকে হাত বুলিয়ে দাও,

নইলে সে ছেলেটাও একদিন ক্ষুধা বিশেষজ্ঞ হয়ে যাবে।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...