Saturday, June 9, 2018

সুস্মিতা রায়

ডেট অফ বার্থ

            

'ডেট অফ বার্থ' মানেই শুধু একটা জন্মতারিখ নয়
এক নতুন জীবনের লাবডুব দিয়ে শুরু করে
পুরো কেস হিস্ট্রি ঘেঁটে
একটা জ্বলজ্যান্ত নির্ভেজাল ডেথ সার্টিফিকেট!

দমবন্ধ করা ফ্যাচফ্যাচে হিসেব অসহ্য লাগে
বলাই যায় - জাস্ট পোষায় না একদম
বয়সের ভারে ন্যুব্জ কলকব্জাও অভ্যস্ত নিত্যনতুন চালে

তাই বয়স জিজ্ঞেস করা কোনও আগন্তুককে
সেদিন বলেই দিলাম
বর্তমান সময় থেকে ষোল বছর পিছোলেই
এই আহাম্মকের বয়স আপনার হাতের মুঠোয়
রসকষহীন অনাস্বাদিত সময়ের চোখ চলে
দ্বিতীয়বার '-রা' করার সাহস না পেয়ে
নিজের 'ডেট অফ বার্থ' নিজেই গুলে খেয়েছিলেন হয়তো !

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...