দীর্ঘ শান্তির ঘাম
শরীরে তেজালো, ঝাঁঝালো রক্ত
যৌবনেই ক্লান্ত পথিক,
নীরবতা পালনে বিমুখী প্রাণ
শান্তির বার্তা ক্ষণিক;
বিশ্ব-পরিস্তিতিতে মুখো-মুখো সাপ
সিরিয়াও আক্রান্ত,
জীবন যুদ্ধে বেশ্ অনিশ্চয়তা
চারিদিক অশান্ত;
আশায় পুরুষ,ভরসায় কুলবধূ
অনেকখানি পথের দাম,
বাজিমাৎ বেগে ,রাজেশ্বরী হৃদয়ে
মনন-স্রোতে ধেয়ে ধেয়ে
অবশ্যই ফিরে আসবে সেই
দীর্ঘ শান্তির ঘাম
No comments:
Post a Comment