Saturday, June 9, 2018

অনুপম রায়

দীর্ঘ শান্তির ঘাম

শরীরে তেজালো, ঝাঁঝালো রক্ত
যৌবনেই ক্লান্ত পথিক,
নীরবতা পালনে বিমুখী প্রাণ
শান্তির বার্তা ক্ষণিক;
বিশ্ব-পরিস্তিতিতে মুখো-মুখো সাপ
সিরিয়াও আক্রান্ত,
জীবন যুদ্ধে বেশ্ অনিশ্চয়তা
চারিদিক অশান্ত;
আশায় পুরুষ,ভরসায় কুলবধূ
অনেকখানি পথের দাম,
বাজিমাৎ বেগে ,রাজেশ্বরী হৃদয়ে
মনন-স্রোতে ধেয়ে ধেয়ে
অবশ্যই ফিরে আসবে সেই
দীর্ঘ শান্তির ঘাম

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...