Saturday, June 9, 2018

মদন দাস

লবণাক্ত প্রেম

দলিত-স্খলিত-লবণাক্ত হয়ে প্রেম
বিকাচ্ছে আজ চৌরাস্তার মুড়ে ।
যে ফেনিল উচ্ছাস প্রেমরাশির ঢেউ
উত্থিত হয়েছিল অন্তরে
সাধনার অভাবে তা
রয়ে গেল পূজার অর্ঘ্য থেকে বহু দূরে ।
তাই আশ্রয় নিল সে হৃদয়গর্ভের অভ্যন্তরে ।                                
                                                                          কেঁচোর মতো মাটি খুঁড়ে
উঠতে চেয়েছিল উর্ধ্বে 
বর্ষার বর্ষণে ভেসে যেতে লাগল তখন ।
সে ভেসে যাওয়া হৃদয়ের তরী বেয়ে
যেতে চাইল আটলান্টিক মহাসাগরে ।
সন্ধান করতে চাইল -
অন্তরের বারমুডা ট্রায়াঙ্গেলসের রহস্য ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...