Saturday, June 9, 2018

মুকিম মাহমুদ মুকিত

ভোরের আহবান 

শত শত পাখির কলরবে
স্তব্ধ রাতের নিঃসঙ্গতাকে জাগরিত করে
এক চিলতে আলোকরশ্মি এসে
আগমনী বার্তা দিলো জানিয়ে
আসছে নতুন ভোর দ্বারপ্রান্তে।

ভেদ করে অন্ধকারের দেয়াল
দেখা দিলো শুভ্র সকাল।
তার উপস্থিতি বলে দিলো
ত্যাগ করো সেই রাজ্য,
যেখানে ছিলে রাত্রিকালে
কল্পলোকের অধিপতি রূপে।

যাও তবে বাস্তবে,
পূর্ণ কর সে কর্তব্য
গততে যা ছিল অপূর্ণরূপে।
হানা দাও দিনের রাজ্যে
বুঝে নিতে তোমার প্রাপ্য।

মনুষ্য জাতি তুমি, সৃষ্টির সেরা
তবে কেন ঘুমে আহত !
ভোর এসেছে জানাতে তোমায় স্বাগত।
দখল কর তব তোমার অংশ
যা দেবে তোমায় আবার
নতুন রাত্রি উপহার,
আর প্রেরণা, নতুন কিছু পাবার। 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...