Saturday, June 9, 2018

প্রণজিৎ দত্ত 

মা

মায়ের মতন এমন আপন এ জগতে নাই,
মায়ের হাতের এমন আদর কোথাও না পাই।

বহু কাল বুকে ধরে,
কত কষ্টে সন্তানেরে,
করে মানুষ,স্নেহসুধা করে বিতরণ।
এমন স্নেহময়ী পাবি কোথা মায়ের মতন?

মায়ের স্নেহে জুড়ায় প্রাণ,
ক্লেশের হয় অবসান।
অমৃতের ভান্ডার আমি মায়ের হাতেই পাই।
এমন মায়ের চরণেতে মিলে যেন ঠাই।।

নিজের আরাম ত্যাগ করে,
সন্তানেরে যত্ন করে।
মায়ের কোমল অন্তরেতে দূঃখ দেবে যেই জনে,
নরাধম বলিয়া সবে জানো সর্বজনে। 

সন্তানের হাসি দেখলে,
মা,তার দূঃখ যায় ভুলে।
কভু এই মায়ের সন্তান যদি দোষ করে,
হাসিমুখে করে ক্ষমা তাঁর সন্তানেরে। 

অবহেলা করলে মাকে,
ঈশ্বর মোদের ফেলবে পাকে।
পড়ে অঘোর বিপাকেতে কাঁদতে হবে মোদের,
শেষ সীমা তো যায় না খোঁজা এমন দূঃখ ভোগের। 



No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...