Thursday, June 14, 2018

অশোকানন্দ রায়বর্ধন

রা   ই

জানি তোমার ডিমরঙা দুপায়ের চপল নুপূর
বেঁধে রেখেছ কাঁচুলি খুলে ৷ শব্দ না ছড়ায় যেন

ঝড়ে ভেঙে তোমার পাহাড়চুড়ো উথাল পাতাল
উপত্যকা জুড়ে দামাল গড়াগড়ি খায় ৷
টের পেয়ে বসন্তের কিশোর নবীন বাতাস
দখিনসাগর ছেড়ে ছুটে আসে নিকুঞ্জবনে ৷
পাতায় পাতায় মাতন আশ্লেষবিলাসে
গানে গানে মগ্নতা আনে কোকিল আর ভ্রমর

বাতাস আস্টেপৃষ্ঠে চেটে খায় তোমার বসন্তবিস্তার
কদমের পাতা বলে, রাই! তোমার প্রেম কোন্ ছার।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...