রা ই
জানি তোমার ডিমরঙা দুপায়ের চপল নুপূর
বেঁধে রেখেছ কাঁচুলি খুলে ৷ শব্দ না ছড়ায় যেন
ঝড়ে ভেঙে তোমার পাহাড়চুড়ো উথাল পাতাল
উপত্যকা জুড়ে দামাল গড়াগড়ি খায় ৷
টের পেয়ে বসন্তের কিশোর নবীন বাতাস
দখিনসাগর ছেড়ে ছুটে আসে নিকুঞ্জবনে ৷
পাতায় পাতায় মাতন আশ্লেষবিলাসে
গানে গানে মগ্নতা আনে কোকিল আর ভ্রমর
বাতাস আস্টেপৃষ্ঠে চেটে খায় তোমার বসন্তবিস্তার
কদমের পাতা বলে, রাই! তোমার প্রেম কোন্ ছার।
No comments:
Post a Comment