গণিত
এক এর পরে শূন্য দিলে
দশ হয় আর মন এর পরে মন বসালে
বশ|
রোজ রাতে বুক ফাটিয়ে যে কোলাজ বানায়
তার অঙ্ক মেলে না |
সে দানা পানি খাওয়া
পোষা গণিত কে উড়িয়ে
অপ রসায়নের যোজ্যতা
মাপে |
নিক্তিতে বুঝে নেয় জীবনের রং কে ,এই রঙের আবির ওড়ে না
কখনো |
শুধু রঙভুক পতঙ্গ রা
জিভ দিয়ে খায় |
যোজ্যতা বাড়ে,যোজ্যতা কমে আর গণিতের চোখ
রাঙানি ছেড়ে সে গ হয়ে
দিন কাটায় |
No comments:
Post a Comment