Saturday, June 9, 2018

পার্থ ঘোষ

ষড়যন্ত্র


প্রতিটি বৈশাখে ভাবি এবার ঝাঁপাবো,
পরিচিত রবীন্দ্রসঙ্গীতে
ভুলে যাবো শোক, হিংসা, রিরংসার এই
সুপ্রাচীন জাদুবিদ্যা।
জৈষ্ঠ্য গিয়ে প্রবল আষাঢ়
সস্তায়, জলের দরে যত জিজীবিষা
ভেসে চলে যায়-
টিনের চালা বেয়ে গড়ানো বিষাদ,
পতন সুখ, অবরুদ্ধ হাহাকার,  আর
মাঝরাতে-
মনোপজ নারীর কাছে শেখা অলস সঙ্গম।

পাড়ায় পাড়ায় তবু, কে যেন রটায়
- এ বর্ষা ঋতুমতী খুব।

একেই ষড়যন্ত্র বলে,মাধুকরী-ভাষায়।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...